রাজনীতিবিদদের একহাত নিলেন হাসনাত আব্দুল্লাহ

- সময় ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / 66
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ত্যাগী নেতা-কর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম, কারাবরণ ও আন্দোলন সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি।
শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম তিনি উল্লেখ করেননি।
হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল, আসাদুজ্জামান নূর, শেখ সেলিম, আব্দুল মান্নান-গংরা গ্রেফতার হওয়ার পর যারা তদবির করেছেন, তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পাওয়ানোর জন্য চাপ দিয়েছেন, আপনাদের নাম আমাদের এখন জানা।
তিনি আরও লেখেন, ত্যাগী নেতা-কর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম, কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited