ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রা শুরু করলো জুনিয়রর্স কিডস স্টাইল

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 94

জুনিয়র কিডস

আদরের সন্তানের মানানসই ও ফ্যাশনেবল পোশাকের নিয়ে প্রায়শই চিন্তায় থাকেন অভিবাবকেরা। এবার সেই সোনামনিদের জন্যই বিশ্বমানের ফ্যাশনেবল সব পোশাকের সমারোহ নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়রর্স কিডস স্টাইল।

ছুটির দিন শুক্রবার বনানীতে হয়েছে প্রতিষ্ঠানটির গ্রান্ড ওপেনিং আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় বাবা-ছেলে জুটি বাপকা বেটা এদিন ফিতা কেটে জুনিয়রর্স কিডস স্টাইলের নতুন শো-রুমের শুভ সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন এই কিডস ওয়্যার ব্র্যান্ড শো-রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ, ক্যাসকেড আর্কিটেক্টস’র চেয়ারম্যান এন ইসলাম বর্ষণ, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম সহ জুনিয়রর্স কিডস স্টাইলের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সব কালেকশন ঘুরে দেখেন বাপকা বেটাখ্যাত দুই শিল্পী শুভাশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক।

জুনিয়র কিডস-২
জুনিয়র কিডস-২

এসময় জুনিয়রর্স কিডস স্টাইল শো রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ’নতুন এই শোরুমে শিশুদের জন্য মানসম্পন্ন ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি রয়েছে শিক্ষনীয় খেলনা ও পাপেট যা তাদের প্রতিভা ও সৃজনশীল মনোবিকাশে সহায়ক হবে’।

জুনিয়রর্স কিডস স্টাইলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে মাসজুড়ে থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। সামনের দিনগুলোতে আরও নতুন সব ডিজাইন ও খেলনার কালেকশন জুনিয়রর্স কিডস স্টাইলের শো-রুমে যুক্ত হবে বলেও জানান শাহারিন আহমেদ।

শেয়ার করুন

যাত্রা শুরু করলো জুনিয়রর্স কিডস স্টাইল

সময় ০১:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

আদরের সন্তানের মানানসই ও ফ্যাশনেবল পোশাকের নিয়ে প্রায়শই চিন্তায় থাকেন অভিবাবকেরা। এবার সেই সোনামনিদের জন্যই বিশ্বমানের ফ্যাশনেবল সব পোশাকের সমারোহ নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়রর্স কিডস স্টাইল।

ছুটির দিন শুক্রবার বনানীতে হয়েছে প্রতিষ্ঠানটির গ্রান্ড ওপেনিং আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় বাবা-ছেলে জুটি বাপকা বেটা এদিন ফিতা কেটে জুনিয়রর্স কিডস স্টাইলের নতুন শো-রুমের শুভ সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন এই কিডস ওয়্যার ব্র্যান্ড শো-রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ, ক্যাসকেড আর্কিটেক্টস’র চেয়ারম্যান এন ইসলাম বর্ষণ, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম সহ জুনিয়রর্স কিডস স্টাইলের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সব কালেকশন ঘুরে দেখেন বাপকা বেটাখ্যাত দুই শিল্পী শুভাশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক।

জুনিয়র কিডস-২
জুনিয়র কিডস-২

এসময় জুনিয়রর্স কিডস স্টাইল শো রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ’নতুন এই শোরুমে শিশুদের জন্য মানসম্পন্ন ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি রয়েছে শিক্ষনীয় খেলনা ও পাপেট যা তাদের প্রতিভা ও সৃজনশীল মনোবিকাশে সহায়ক হবে’।

জুনিয়রর্স কিডস স্টাইলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে মাসজুড়ে থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। সামনের দিনগুলোতে আরও নতুন সব ডিজাইন ও খেলনার কালেকশন জুনিয়রর্স কিডস স্টাইলের শো-রুমে যুক্ত হবে বলেও জানান শাহারিন আহমেদ।