মোংলায় মাদকসহ নানা অপরাধ দমনে বিট পুলিশিং সভা
- সময় ১০:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 38
মোংলা থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৩ টায় পৌর শহরের ৬ নং ওয়ার্ডের শ্রমিক সংঘ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান।
মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধ , ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক , সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস আলী , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল মামুন মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান ফকির, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, কামরুল, শহিদুল ইসলাম, মোংলা থানার সেকেন্ডে অফিসার এস আই মিরাজুল ইসলাম, এস আই নুরে আলম সহ সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা স্থানীয় বাসিন্দারা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেো।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে মোংলার কোমলমতি ছাত্র ছাত্রীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও যে কোন অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য। এ সময় তিনি সকলের কাছে অপরাধ দমনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।