এক যুবক আটক
মোংলায় গার্মেন্টস কর্মীকে কুপ্রস্তাব-ধর্ষণচেষ্টা

- সময় ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 479
মোংলায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কল্লোল বৈরাগী নামের এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।
রোববার রাতে দ্বিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান।
পুলিশ জানায়, কালিগঞ্জের রঘিনাথপুর এলাকার এক যুবতী (৩৫) মোংলা ইপিজেড’র গার্মন্টসে কাজ করার সুবাধে মোংলা দ্বিগরাজ এলাকার পুতুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই বাড়িতে ভাড়া থাকতেন কল্লোল বৈরাগী। বেশ কিছু দিন যাবত কল্লোল ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় রবিবার রাত ৮ টার দিকে নারীকে বাসায় একা পেয়ে হঠাৎ পিছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে কল্লোল বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ওই নারীর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় কল্লোল বৈরাগী।
কল্লোল খুলনা জেলার দাকোপ থানার দোপাদি গ্রামের কালু বৈরাগীর ছেলে।
এ ঘটনায় ওই নারী বাদি হয়ে রবিবার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (২০২০) এর ৯ (খ) ধারায় মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আজ সোমবার দুপুরে আসামী কল্লোলকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ওসি মো: আনিসুর রহমান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited