মোংলা দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজের নবীন বরণ
- সময় ০৮:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 80
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজের ২২৪ জন নবীন শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
মোংলার দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তুষার কুমার গাইন ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংঙ্কর বিশ্বাস , সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক ,এডহক কমিটির বিদ্যোসাহী সদস্য মোস্তাফিজুর রহমান জনি।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি শামিমা আক্তার লাইজু তার বক্তব্যে বলেন, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজ মোংলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। নতুন তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited