শিরোনাম
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
- সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
- / 28
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে এই ফল প্রকাশ করা হয়
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে এই ফল প্রকাশ করা হয়। এই শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, সরকারি মেডিক্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত।
আর বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী ২৩শে জানুয়ারি।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited