০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাতামুহুরী নদীতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০১:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 35

মাতামুহুরী নদীতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বদরখালী নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ, তিনি ২৮ বছর বয়সী। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, হাসান মুরাদ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, কিন্তু তিন বছর আগে দেশে ফিরে আসেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে একজন ব্যক্তি তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান, এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে গতকাল রাতে খবর পান, বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে। স্থানীয় বাসিন্দারা লাশটি শনাক্ত করেন, এটি হাসান মুরাদের লাশ।

হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদিও হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি, তিনি মনে করেন, টাকাসংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন জানান, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, তবে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে।

শেয়ার করুন

মাতামুহুরী নদীতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

সময় ০১:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বদরখালী নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ, তিনি ২৮ বছর বয়সী। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, হাসান মুরাদ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, কিন্তু তিন বছর আগে দেশে ফিরে আসেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে একজন ব্যক্তি তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান, এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে গতকাল রাতে খবর পান, বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে। স্থানীয় বাসিন্দারা লাশটি শনাক্ত করেন, এটি হাসান মুরাদের লাশ।

হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদিও হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি, তিনি মনে করেন, টাকাসংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন জানান, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, তবে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে।