ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সময় ০৫:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 40

ময়মনসিংহ ট্রাফিক সপ্তাহ

ট্রাফিক আইন মেনে চলি যানজট মুক্ত শহর গড়ি এই প্রতিপাদ্য নিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক আইন মেনে চলি যানজট মুক্ত শহর গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নগরীর টাউন হল মোড়ে রোববার বেলুন উড়িয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, পুলিশ সুপার আজিজুর রহমানসহ জেলা ট্রাফিক শাখার টিআই, বিআরটিএর প্রতিনিধি, বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ও পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট উল্লেখ করে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন ট্রাফিক সপ্তাহ সফল হলে নগরীর যানজট অনেকাংশে কমে যাবে। যানজট নিরসনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রেজ্ঞ ডিআইজি ডঃ আশরাফুর রহমান বলেন, গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়মগুলো অনুসরণ না করার ফলে সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমিয়ে আনতে হলে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা ও যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা জরুরি। ট্রাফিক আইন জানতে হবে। সড়কে ব্যক্তিগত নিরাপত্তা ও সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তার জন্য এই কর্মসূচি শুরু হলো।

রেজ্ঞ ডিআইজি আরো বলেন ট্রাফিক সপ্তাহ চলাকালে জনসাধারণের মাঝে রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার, মোবাইলের হেডফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া, নির্দিষ্ট স্থান ছাড়া গাড়ি পার্কিং না করা ও রাস্তার মোড় গুলোতে বাম লেন ব্লক না করার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। এছাড়া সড়কে অযথা হর্ন বাজানো, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, বাইকে দুইজনের বেশি আরোহনের মতো বেআইনি আচরণ বন্ধে সবাইকে সচেতন করা হবে।জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬০ জন শিক্ষার্থী নগরীর ট্রাফিকের দায়িত্ব পালন করবে।

ট্রাফিক সপ্তাহের অনুষ্ঠানে রেজ্ঞ ও জেলা পুলিশের ট্রাফিক শাখার টিআই, বিআরটিএর প্রতিনিধি ও পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী, স্কাউট সদস্য, এনজিও প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাইর সদস্য, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

সময় ০৫:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ট্রাফিক আইন মেনে চলি যানজট মুক্ত শহর গড়ি এই প্রতিপাদ্য নিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক আইন মেনে চলি যানজট মুক্ত শহর গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নগরীর টাউন হল মোড়ে রোববার বেলুন উড়িয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, পুলিশ সুপার আজিজুর রহমানসহ জেলা ট্রাফিক শাখার টিআই, বিআরটিএর প্রতিনিধি, বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ও পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট উল্লেখ করে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন ট্রাফিক সপ্তাহ সফল হলে নগরীর যানজট অনেকাংশে কমে যাবে। যানজট নিরসনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রেজ্ঞ ডিআইজি ডঃ আশরাফুর রহমান বলেন, গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়মগুলো অনুসরণ না করার ফলে সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমিয়ে আনতে হলে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা ও যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা জরুরি। ট্রাফিক আইন জানতে হবে। সড়কে ব্যক্তিগত নিরাপত্তা ও সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তার জন্য এই কর্মসূচি শুরু হলো।

রেজ্ঞ ডিআইজি আরো বলেন ট্রাফিক সপ্তাহ চলাকালে জনসাধারণের মাঝে রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার, মোবাইলের হেডফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া, নির্দিষ্ট স্থান ছাড়া গাড়ি পার্কিং না করা ও রাস্তার মোড় গুলোতে বাম লেন ব্লক না করার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। এছাড়া সড়কে অযথা হর্ন বাজানো, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, বাইকে দুইজনের বেশি আরোহনের মতো বেআইনি আচরণ বন্ধে সবাইকে সচেতন করা হবে।জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬০ জন শিক্ষার্থী নগরীর ট্রাফিকের দায়িত্ব পালন করবে।

ট্রাফিক সপ্তাহের অনুষ্ঠানে রেজ্ঞ ও জেলা পুলিশের ট্রাফিক শাখার টিআই, বিআরটিএর প্রতিনিধি ও পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী, স্কাউট সদস্য, এনজিও প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাইর সদস্য, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।