ব্রেকিং:
মব হামলা ঠেকাতে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
- সময় ০৭:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 22
দেশে সম্প্রতি সংঘবদ্ধ জনতার (মব) আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বাড়ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তায় কাজ করছে। তবে মব তৈরি করে হামলার ঘটনা উদ্বেগজনক। সরকার এমন প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে বদ্ধপরিকর। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে সংঘবদ্ধ জনতার মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ।
২০০৪ সালের গ্রেনেড হামলা আগরতলায় বাংলাদেশ কমিশনে হামলার পর এই সিদ্ধান্ত ঈদের পর প্রকাশ্যে রাজপথে নামবে জামায়াত কড়া ঠেকাতে বার্তা মন্ত্রণালয়ের মব স্বরাষ্ট্র হামলা
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited