মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ !
- সময় ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
- / 38
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী (সিটি মিনিস্টার) টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে। ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি তালিকাও করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ এবং সম্পত্তি লেনদেনের প্রশ্ন তাকে রাজনৈতিক চাপের মুখে ফেলেছে। যদিও প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার প্রকাশ্যে তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, তবে মন্ত্রিসভায় তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ও তার পরিবারের সদস্যরা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ওই ফ্ল্যাটটি ২০০৪ সালে বাংলাদেশি ডেভেলপার আবদুল মোতালিফ টিউলিপকে উপহার দেন বলে জানা গেছে। এই ফ্ল্যাটটি ২০০১ সালে মাত্র ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হলেও একই এলাকায় একই সময়ে অন্যান্য ফ্ল্যাটের মূল্য ছিল প্রায় ৬ লাখ ৫০ হাজার পাউন্ড। এই ফ্ল্যাট থেকে বর্তমানে টিউলিপ বছরে ৯০ হাজার পাউন্ড আয় করছেন বলে জানা যায়।
এসব অভিযোগ ওঠার পর ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির (টোরি) সদস্যরা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ দাবি করেছেন। টোরি এমপি বব ব্ল্যাকম্যান সরাসরি তার সম্পত্তি লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “টিউলিপ যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে তার মন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত নয়।”
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখনো টিউলিপের প্রতি আস্থা রাখার কথা বলেছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, টিউলিপের পরিবর্তে অন্য কাউকে সিটি মিনিস্টার পদে বসানোর জন্য শর্টলিস্ট তৈরি করা হয়েছে। যদিও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এই খবরে অসত্য বলে দাবি করেছেন।
তবে, টিউলিপ সিদ্দিক নিজে থেকেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। গত সোমবার তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসকে তদন্ত শুরু করার অনুরোধ জানান।