ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৭:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • / 28

ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

রোববার (১৯ জানুয়ারি) ভারতের মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ভক্তরা ছুটে পালাতে শুরু করেন। প্রচুর সাধু ছিলেন একের পর এক তাঁবুতে। কীভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রচুর তাঁবু পুড়ে গিয়েছে। রাতের দিকে হলে বড় বিপদ হয়ে যেতে পারত। তবে দিনের বেলা হওয়ার জন্য প্রায় সকলেই সরে যাওয়ার সুযোগ পান। দমকল দফতর দ্রুত ব্যবস্থা নিয়েছে।

পিটিআইয়ের খবর অনুসারে জানা গিয়েছে, এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি থেকে তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তাঁবুতে বড় আগুন লেগেছিল।

তিনি জানিয়েছেন, কিছু তাঁবুতে আগুন লেগেছিল। সেগুলি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। যেখানে যেখানে ধোঁয়া রয়েছে তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সমস্ত রকম উপকরণের ব্যবস্থা ছিল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সমস্ত মানুষ সুরক্ষিত আছেন। ২-৩টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গোটা ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়ায় পূণ্য়ার্থীদের মধ্য়ে। এক সাধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, হতাহতের কোনও খবর নেই।

ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন
ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

এদিকে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেও খবর। গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সাধুদের একের পর এক তাঁবু ছিল। সেগুলি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে কাছেই দমকলের গাড়ি ছিল। দ্রুত আগুনে নেভাতে ঝাঁপিয়ে পড়ে দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতর। তবে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু।

আখারা পুলিশ স্টেশন ইনচার্জ ভাস্কর মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ মেলায় সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ দফায় দফায় খোঁজ নিচ্ছেন এই আগুন সম্পর্কে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মুখ্য়মন্ত্রীর নির্দেশে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

মহাকুম্ভ ২০২৫ এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের ঘটনা। মহাকুম্ভে আগুনের ঘটনায় সকলেই অত্যন্ত বেদনাহত। প্রশাসন সবরকম চেষ্টা করছে। আমরা সকলের সুরক্ষার জন্য় মা গঙ্গার কাছে প্রার্থনা করছি।

প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

শেয়ার করুন

ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

সময় ০৭:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

রোববার (১৯ জানুয়ারি) ভারতের মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ভক্তরা ছুটে পালাতে শুরু করেন। প্রচুর সাধু ছিলেন একের পর এক তাঁবুতে। কীভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রচুর তাঁবু পুড়ে গিয়েছে। রাতের দিকে হলে বড় বিপদ হয়ে যেতে পারত। তবে দিনের বেলা হওয়ার জন্য প্রায় সকলেই সরে যাওয়ার সুযোগ পান। দমকল দফতর দ্রুত ব্যবস্থা নিয়েছে।

পিটিআইয়ের খবর অনুসারে জানা গিয়েছে, এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি থেকে তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তাঁবুতে বড় আগুন লেগেছিল।

তিনি জানিয়েছেন, কিছু তাঁবুতে আগুন লেগেছিল। সেগুলি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। যেখানে যেখানে ধোঁয়া রয়েছে তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সমস্ত রকম উপকরণের ব্যবস্থা ছিল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সমস্ত মানুষ সুরক্ষিত আছেন। ২-৩টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গোটা ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়ায় পূণ্য়ার্থীদের মধ্য়ে। এক সাধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, হতাহতের কোনও খবর নেই।

ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন
ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

এদিকে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেও খবর। গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সাধুদের একের পর এক তাঁবু ছিল। সেগুলি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে কাছেই দমকলের গাড়ি ছিল। দ্রুত আগুনে নেভাতে ঝাঁপিয়ে পড়ে দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতর। তবে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু।

আখারা পুলিশ স্টেশন ইনচার্জ ভাস্কর মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ মেলায় সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ দফায় দফায় খোঁজ নিচ্ছেন এই আগুন সম্পর্কে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মুখ্য়মন্ত্রীর নির্দেশে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

মহাকুম্ভ ২০২৫ এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের ঘটনা। মহাকুম্ভে আগুনের ঘটনায় সকলেই অত্যন্ত বেদনাহত। প্রশাসন সবরকম চেষ্টা করছে। আমরা সকলের সুরক্ষার জন্য় মা গঙ্গার কাছে প্রার্থনা করছি।

প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।