ভয়ানক অভিজ্ঞতার শিকার নায়িকা রুবিনা নিঝুম
- সময় ১১:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
- / 16
উবারের গাড়িতে করে রাইড শেয়ারিং করতে গিয়ে ভয়ানক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছিলেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। মঙ্গলবার তিনি রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাবার পথে হাতিরঝিল এলাকায় ওই ঘটনার শিকার হন।
তিনি ওই ঘটনাকে তাকে অপহরণের চেষ্টা উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি এ ঘটনাকে তাকে অপহরণের চেষ্টা বলে উল্লেখ করেন।
ঘটনার পরদিন বুধবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিঝুম রুবিনা।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উবার অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। তার বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি হাতিরঝিল এলাকায় পৌছানোর পর গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক।
এ সময় তিনি চালককে গুলশানের দিকে কেন যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে চালক তাকে চুপ থাকতে বলে। পরে নিঝুম আত্মরক্ষর্থে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। একপর্যায়ে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান নিঝুম। একই দিন সন্ধ্যার পরে এ বিষয়ে এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে সেখানেও একই অভিযোগ করেন নিঝুম।
নিঝুমের সাধারণ ডায়রির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে ওই ঘটনায় নিঝুমকে বহনকারী গাড়িটির মালিককে শনাক্ত করেছেন বলে জানান এ অভিনেত্রী।
এ বিষয়ে নিঝুম বলেন, ‘গাড়ির মালিকের নামটা এখন বলতে চাচ্ছি না। মালিকটা হচ্ছে আমাদের মিডিয়া রিলেটিড, আমাদের খুবই ক্লোজ কলিগ, সে অভিনেত্রী, শুধু এইটুকুই বলব সে অভিনেত্রী, কিন্তু নামটা পুলিশ ফাইন্ড আউট করে জাস্টিফাই করবে। এরপরে আমি বাকি আপডেট জানাব। আপাতত এটুকুই জানালাম সে মিডিয়া রিলেটেড কেউ একজন। শিগগিরই চালকের খোঁজ পেয়ে যাবেন বলেও আশা করছেন এই নায়িকা।
ঘটনার সর্বশেষ তথ্য জানতে চাইলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরো কয়েকবার চেষ্টা করা হবে। না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে।
নায়িকা নিঝুম রুবিনার স্বামী রাহুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার। কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কিছু। আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।’
নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমায়। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম।