বিবিকেএ’র নতুন নেতৃত্বে রাকিব-আফজাল

- সময় ১০:৫৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 32
সম্প্রতি বাংলাদেশ বি-কিপারস্ এসোসিয়েশন (বিবিকেএ) ২০২৪-২০২৬ মেয়াদের জন্য সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়।
নতুন কমিটিতে নেতৃত্বে এসেছেন আয়ুর্বেদিক ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান রাকিব মো. ফখরুল সভাপতি এবং আফজাল হানীর প্রপাইটর মো. এবাদুল্লাহ আফজাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃত্ব মৌচাষ খাতের উন্নয়ন, মৌচাষিদের কল্যাণ এবং মধু,মৌ-বিষ ও মধু ভিত্তিক পণ্যের গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি রাকিব মো. ফখরুল বলেন, “আমরা মৌচাষ শিল্পকে শক্তিশালী করতে এবং মৌচাষিদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিয়ে যাবো।”
সাধারণ সম্পাদক মো:এবদুল্লাহ আফজাল বলেন, মৌচাষ খাতকে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও সকল মৌচাষির জন্য ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করা জরুরি। তিনি জানান, মান সম্পন্য মধু উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।
বাংলাদেশ বি-কিপারস্ এসোসিয়েশন দেশের মৌচাষীদের প্রধান সংগঠন হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌচাষ প্রসার, নীতিগত সহায়তা প্রদান এবং মধুর বাণিজ্যিক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নবনির্বাচিত শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে দেশের মৌচাষ শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। টেকসই উন্নয়ন ও বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের লক্ষ্যে নতুন কমিটি সকলের সহযোগিতা কামনা করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited