১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০১:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 48

শহীদ সেনা দিবস

বিডিআর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করার গভীর চক্রান্তের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র চালানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। তিনি আরও বলেন, প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একটি দেশ কতটা নির্লজ্জ হলে খুনিদের পক্ষ নেয় এবং আশ্রয় দেয়! তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বন্ধুত্বের নাম করে লুটপাট চালিয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের কারণেই জুলাই বিপ্লবের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার যে চেষ্টা চালানো হয়েছিল, তার মূল হোতাদেরও বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

সময় ০১:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিডিআর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করার গভীর চক্রান্তের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র চালানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। তিনি আরও বলেন, প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একটি দেশ কতটা নির্লজ্জ হলে খুনিদের পক্ষ নেয় এবং আশ্রয় দেয়! তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বন্ধুত্বের নাম করে লুটপাট চালিয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের কারণেই জুলাই বিপ্লবের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার যে চেষ্টা চালানো হয়েছিল, তার মূল হোতাদেরও বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।