বিজিবি’র আগের নাম বাংলাদেশ রাইফেলস পুনঃস্থাপনসহ ৮ দফা দাবি

- সময় ০৭:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 101
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস পুনঃস্থাপনসহ আট দাবি জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৮ দফা দাবি তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বিডিআর নাম পুনঃস্থাপন, স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে। ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। হাইকোর্টের রিট অনুযায়ী, দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮,৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করতে হবে। শহীদ সেনা ও বিডিআর এবং ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণসহ (বেতন, ভাতা ও পেনশন) পুনর্বাসন করতে হবে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সাবেক বিডিআর সদস্য ফয়জুল আলম, জেলখানায় নিহত পরিবারের সন্তান অ্যাডভোকেট আব্দুল আজিজ, বিডিআর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য রেজাউল করিম।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর)। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। ২০১১ সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited