‘বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না’

- সময় ০২:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 39
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন ও জটিল প্রক্রিয়া, তাই এ বিষয়ে কারও বাড়তি চাপ দেওয়া উচিত নয়।
আজ (৫ মার্চ) বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক বিচার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাঙ্কের প্রতিনিধিত্বকারী এ দুই কূটনীতিক সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা চলমান বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বৈঠকের পর চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। গত ১৫ বছরে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাঁদের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, সে বিষয়ে তথ্য ও পরামর্শমূলক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিরা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited