০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘বাপের বেটা যদি হও, রাজপথে আসো’

নিউজ ডেস্ক
  • সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 35

রাজশাহীতে অ্যাডভোকেট ফজলুর রহমান

বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাপের বেটা যদি হও, রাজপথে আসো; তৃণমূলে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করেন। দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’ রাজশাহী বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

রাজশাহীতে বিএনপির সমাবেশ
রাজশাহীতে বিএনপির সমাবেশ

ফজলুর রহমান বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণকে রক্ষা করতে বিএনপিকে শক্ত পিলার হিসেবে দাঁড়তে হবে। পতিত সরকারের আমলে এভাবে সভা সমাবেশ করা সম্ভব হয়নি। তাদের পেটোয়া বাহিনী দাঁড়াতে দেয়নি। কিন্তু ৫ আগস্টের পরে সে অবস্থা কেটে গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি’র পঁচিশ হাজার নেতাকর্মী একসাথে জেল খেটেছে। জেল থেকে জামিনে বেড়িয়ে বাড়িতে যাওয়ার সময় মিছিল দেখে আবারও মিছিলে যোগ দিয়ে পুণরায় আটক হয়েছে। তিনি বলেন, পতিত সরকারকে দেশ বিতারিত করতে এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন করার জন্য ইলিয়াস আলীর মত বারশত নেতাকে গুম করা হয়েছে। দুই হাজার নেতাকে হত্যা এবং পঞ্চাশ লক্ষের উপরে নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গত বছরের ২৮ অক্টোবর ঢাকার মহাবেশে ১০ লক্ষের অধিক জমায়েতে খুনি হাসিনার দোসরা অমানবিকভাবে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা, জখম ও আটক করেছিলো। এরপরেও বিএনপি হাসিনা পতনের একদফা আন্দোলন থেকে পিছিয়ে আসেনি বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস কেন
জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস 

ফজলুর রহমান বলেন, একটি দল এখন স্লোগান দিচ্ছে দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ। সেই দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দলের সারা দেশে ১০ভাগ ভোট নেই। যে দল অন্যের উপরে নির্ভরতা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনা, সেই দলের কথায় এদেশ চলতে পারেনা। পতিত সরকার ছিলো জাতীয় সরকার। সেজন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হবে । এছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি। কারণ তত্বাবধায়ক সরকারের দাবির একটাই লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন, কোন ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

‘বাপের বেটা যদি হও, রাজপথে আসো’

সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাপের বেটা যদি হও, রাজপথে আসো; তৃণমূলে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করেন। দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’ রাজশাহী বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

রাজশাহীতে বিএনপির সমাবেশ
রাজশাহীতে বিএনপির সমাবেশ

ফজলুর রহমান বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণকে রক্ষা করতে বিএনপিকে শক্ত পিলার হিসেবে দাঁড়তে হবে। পতিত সরকারের আমলে এভাবে সভা সমাবেশ করা সম্ভব হয়নি। তাদের পেটোয়া বাহিনী দাঁড়াতে দেয়নি। কিন্তু ৫ আগস্টের পরে সে অবস্থা কেটে গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি’র পঁচিশ হাজার নেতাকর্মী একসাথে জেল খেটেছে। জেল থেকে জামিনে বেড়িয়ে বাড়িতে যাওয়ার সময় মিছিল দেখে আবারও মিছিলে যোগ দিয়ে পুণরায় আটক হয়েছে। তিনি বলেন, পতিত সরকারকে দেশ বিতারিত করতে এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন করার জন্য ইলিয়াস আলীর মত বারশত নেতাকে গুম করা হয়েছে। দুই হাজার নেতাকে হত্যা এবং পঞ্চাশ লক্ষের উপরে নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গত বছরের ২৮ অক্টোবর ঢাকার মহাবেশে ১০ লক্ষের অধিক জমায়েতে খুনি হাসিনার দোসরা অমানবিকভাবে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা, জখম ও আটক করেছিলো। এরপরেও বিএনপি হাসিনা পতনের একদফা আন্দোলন থেকে পিছিয়ে আসেনি বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস কেন
জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস 

ফজলুর রহমান বলেন, একটি দল এখন স্লোগান দিচ্ছে দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ। সেই দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দলের সারা দেশে ১০ভাগ ভোট নেই। যে দল অন্যের উপরে নির্ভরতা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনা, সেই দলের কথায় এদেশ চলতে পারেনা। পতিত সরকার ছিলো জাতীয় সরকার। সেজন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হবে । এছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি। কারণ তত্বাবধায়ক সরকারের দাবির একটাই লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন, কোন ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় বলে উল্লেখ করেন তিনি।