বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রণকৌশল

- সময় ১২:১৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / 70
অ্যান্টিগায় প্রথম টেস্টের আগের দিনই আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাদের একাদশ দেখেই আঁচ করা যাচ্ছে উইকেটের ধরণ। বুঝা যাচ্ছে দলটির রণকৌশলও। একাদশে চারজন বিশেষজ্ঞ পেসার রেখেছে ক্যারিবিয়ানরা।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। জেসন হোল্ডার চোটে থাকায় এই সিরিজে নাই। এর বাইরে টেস্টে নিয়মিত সেরা পছন্দের ক্রিকেটারদেরই পাচ্ছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশে রেখেছেন চার পেসার আলজেরি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ ও জেডন সিলস। এর বাইরে মিডিয়াম পেস বল করতে পারেন জাস্টিন গ্রেইভস। বিশেষজ্ঞ কোন স্পিনারই একাদশে নেয়নি দলটি। খুব প্রয়োজন হলে কেভাম হজ বাঁহাতি স্পিন করতে পারেন। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের প্রয়োজনে অফ স্পিন বল করেন। তবে অ্যান্টিগার উইকেটে স্পিনারদের খুব বেশি ব্যবহার করার দরকার নাও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, আলিক আথানজে, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, মিকাইল লুইস, আলজেরি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ, জেডন সিলস।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited