বাংলাদেশি ৫৬ জেলেকে অপহরণ আরাকান আর্মির

- সময় ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 72
বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ ধরার সময় ৫৬ জন জেলেকে ছয়টি ট্রলারসহ তুলে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (৫ মার্চ) দুপুরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত জেলেদের মুক্তি দেওয়া হয়নি।
স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের সূত্রে জানা গেছে, অপহৃত ট্রলারগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি করে ট্রলার।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরীফ জানান, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জন জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রাত ১২টা পর্যন্ত তারা ফিরে আসেনি।
শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমদ জানান, মাছ ধরার সময় তার একটি ট্রলারসহ মোট ছয়টি ট্রলার আটক করে নিয়ে যায় সশস্ত্র বিদ্রোহীরা। এ ঘটনায় বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited