বরিশালে উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ থেকে অপহৃত ২ শিশু
- সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 30
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা খেকে অপহৃত ২ শিশুকে বরিশালের হিজলা ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে পিবিআই নারায়গঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এই তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত শিশুরা হলো, ফতুল্লার পশ্চিম লামাপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার আব্দুল কাদিরের দুই ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।
মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে আব্দুল কাদিরের দুই ছেলে নাঈম (৭) ও নাবিলকে (৩) গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর অপহৃতদের নানা মো: সালাউদ্দিন বাদি হয়ে ফতুল্লা থানায় একটি জিডি দায়ের করেন। সেই সাথে গত ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে অপহরণকারীরা অপহৃতদেরকে নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. হাবিবুর রহমান, এসআই(নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই(নিঃ) মাহফুজুর রহমানের সমন্বয়ে একটি টিম গত ১১ ডিসেম্বর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। একই সাথে আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নূর ফারজানার জিম্মায় প্রদান করেন। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হবে।