বরিশাল বিশ্ববিদ্যালয়ের আতঙ্ক আবু হেনা মোস্তফা কামাল খান!
- সময় ০১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 304
৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে নানা পরিবর্তন হয়েছে। সেই ধারা অব্যাহত রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। প্রথমবার নারী উপাচার্য ও উপ উপাচার্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে নতুন করে আলোচনায় এসেছেন নব নিযুক্ত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খান। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি ইতিমধ্যেই আতঙ্কের নাম হিসাবে আবির্ভূত হয়েছেন। শিক্ষার্থীবান্ধব তিনি সাবেক সেনা কর্মকর্তা হওয়াতে ববি’র দুর্নীতিবাজদের কপালে চিন্তার ভাঁজ পরেছে বলে জানা গেছে।
বাংলা অ্যাফেয়ার্সের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়টি একাধিক সূত্র জানিয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিবাজদের নির্মূলে কার্যকরী ভূমিকা পালন করছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবু হেনা মোস্তফা কামাল খান। তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না। সব নিয়ম মেনেই কাজ করতে হচ্ছে। উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারারসহ পুরো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে কাজ করলে কোনো অপশক্তি বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করা তো দূরের কথা, দুর্নীতির নামও মুখে আনতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ তৈরিতে বরিশাল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন একাধিক শিক্ষার্থী- শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল খান (অবসরপ্রাপ্ত)। ২৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়। ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে বলে উল্লেখ করা হয়।
আবু হেনা মোস্তফা কামাল খান ১৯৫৯ সালের ৭ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার পাকমুরিলে জন্মগ্রহণ করেন এবং ঢাকার আজিমপুরে বেড়ে ওঠেন।
নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি ফার্স্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার, সাভারের ৯ পদাতিক ডিভিশনে জেনারেল স্টাফ অফিসার এবং বিডিআর (বর্তমান বিজিবি) কমান্ড্যান্ট, সিলেট ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিএসসি এবং এএফডব্লিউসি কোর্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মোজাম্বিক এবং আইভরিকোস্টে কাজ করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি সফর করেছেন। সেনাবাহিনীতে তিনি ১৯৮০ থেকে ২০০৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং কর্নেল পদে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর তিনি রয়্যাল রোডস ইউনিভার্সিটি, কানাডা থেকে এমবিএ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গভর্নেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি,কুমিল্লা (বাইউস্ট)-এর রেজিস্ট্রার হিসেবে এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) -এর রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অবঃ) আবু হেনা মুস্তাফা কামাল খান বলেন, ‘আমি আবু হেনা মুস্তাফা কামাল খান গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছি। শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আমি ২৬ নভেম্বর বরিশালে চলে আসি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের উদ্দেশ্যে এবং আমি বর্তমানে বরিশালে অবস্থান করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করছি
২০১৯ সালে তার হাত ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০২৪ এর প্রথম শহীদ আবু সাঈদ।
এছাড়াও উল্লেখযোগ্য যে, জুলাই মাসের ছাত্র আন্দোলনে সর্ব প্রথম মিরপুর ডিওএইচএস-এ বসবাসরত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবার ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন; এবং কর্নেল কামাল ও তার স্ত্রী ডা. ফারজানা ইসলাম রূপা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।