ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে

বড়দিনে আড়াই কোটি টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৯:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 29

সান্তা ক্লজ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উদযাপনে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় এই অনুদান পাচ্ছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানকে সাত ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হচ্ছে।

‘ক’ ক্যাটাগরির পাঁচটি চার্চ বা গির্জাকে ৮০ হাজার টাকা করে, ‘খ’ ক্যাটাগরির ৫৬টি চার্চকে ৫০ হাজার টাকা করে এবং ‘গ’ ক্যাটাগরির ৮০ টি গির্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে ১৩৫টি ৩০ হাজার টাকা করে, ‘ঙ’ ক্যাটাগরির ১৫২টি চার্চ ২৫ হাজার করে, ‘চ’ ক্যাটাগরির ২১৩টি চার্চ ২০ হাজার করে এবং ‘ছ’ ক্যাটাগরির ১০৫টি চার্চ ১৮ হাজার টাকা করে অনুদান পাচ্ছে।

বিতরণের পর যে ৫০ লাখ টাকা অবশিষ্ট থাকবে, তা পরে বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

শেয়ার করুন

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে

বড়দিনে আড়াই কোটি টাকার অনুদান

সময় ০৯:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উদযাপনে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় এই অনুদান পাচ্ছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানকে সাত ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হচ্ছে।

‘ক’ ক্যাটাগরির পাঁচটি চার্চ বা গির্জাকে ৮০ হাজার টাকা করে, ‘খ’ ক্যাটাগরির ৫৬টি চার্চকে ৫০ হাজার টাকা করে এবং ‘গ’ ক্যাটাগরির ৮০ টি গির্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে ১৩৫টি ৩০ হাজার টাকা করে, ‘ঙ’ ক্যাটাগরির ১৫২টি চার্চ ২৫ হাজার করে, ‘চ’ ক্যাটাগরির ২১৩টি চার্চ ২০ হাজার করে এবং ‘ছ’ ক্যাটাগরির ১০৫টি চার্চ ১৮ হাজার টাকা করে অনুদান পাচ্ছে।

বিতরণের পর যে ৫০ লাখ টাকা অবশিষ্ট থাকবে, তা পরে বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।