ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া বিদ্যুৎ বিলে শীর্ষে পৌরসভা ও জেলা পুলিশ

শেখ ফজলে রাব্বি, জামালপুর
  • সময় ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 59

বকেয়া বিদ্যুৎ বিল

জামালপুর পৌরসভার চার কোটি ২৬ লাখ টাকা এবং জেলা পুলিশের ৯০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এ ছাড়া কয়েকটি সরকারি দপ্তরেরও বকেয়া পড়েছে বিদ্যুৎ বিল। বারবার চিঠি দেওয়ার পরও বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে না বলে বিউবো সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার চার কোটি ২৬ লাখ টাকা, জেলা পুলিশের ৯০ লাখ, জামালপুর রেলওয়ে স্টেশনের ৩৬ লাখ, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ১২ লাখ এবং জামালপুর স্টেডিয়ামের সাড়ে ২২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সংশ্লিষ্টদের বারবার চিঠি দিয়েও সমাধান মিলছে না বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বিউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, জামালপুর পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে চার কোটি ২৬ লাখ টাকা। কিছুদিন আগে পৌরসভার প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বকেয়া পরিশোধ করবেন বলে জানিয়েছিলেন। এখন আবার সেই প্রশাসক পরিবর্তন হয়ে গেছেন। বারবার নোটিশ দেওয়া হলেও কার্যকর হচ্ছে না৷

জামালপুর রেলওয়ে স্টেশনের বকেয়া বিল নিয়ে জানতে রেলওয়ে স্টেশনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘বকেয়া বিল পরিশোধ করার চেষ্টা চলছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মৌসুমী খানম বলেন, ‘আমরা জনসেবামূলক কাজগুলো আগে করছি। এক এক করে বকেয়া বিল পরিশোধ করা হবে।’

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি আমার জানা নেই।’

শেয়ার করুন

বকেয়া বিদ্যুৎ বিলে শীর্ষে পৌরসভা ও জেলা পুলিশ

সময় ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

জামালপুর পৌরসভার চার কোটি ২৬ লাখ টাকা এবং জেলা পুলিশের ৯০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এ ছাড়া কয়েকটি সরকারি দপ্তরেরও বকেয়া পড়েছে বিদ্যুৎ বিল। বারবার চিঠি দেওয়ার পরও বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে না বলে বিউবো সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার চার কোটি ২৬ লাখ টাকা, জেলা পুলিশের ৯০ লাখ, জামালপুর রেলওয়ে স্টেশনের ৩৬ লাখ, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ১২ লাখ এবং জামালপুর স্টেডিয়ামের সাড়ে ২২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সংশ্লিষ্টদের বারবার চিঠি দিয়েও সমাধান মিলছে না বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বিউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, জামালপুর পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে চার কোটি ২৬ লাখ টাকা। কিছুদিন আগে পৌরসভার প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বকেয়া পরিশোধ করবেন বলে জানিয়েছিলেন। এখন আবার সেই প্রশাসক পরিবর্তন হয়ে গেছেন। বারবার নোটিশ দেওয়া হলেও কার্যকর হচ্ছে না৷

জামালপুর রেলওয়ে স্টেশনের বকেয়া বিল নিয়ে জানতে রেলওয়ে স্টেশনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘বকেয়া বিল পরিশোধ করার চেষ্টা চলছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মৌসুমী খানম বলেন, ‘আমরা জনসেবামূলক কাজগুলো আগে করছি। এক এক করে বকেয়া বিল পরিশোধ করা হবে।’

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি আমার জানা নেই।’