বক লীলা মন্থনে রুনা খান
- সময় ০১:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 22
নাটকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাতেও তিনি নাম লিখিয়েছেন বেশ আগে। মাঝে নিজের ওজন কমিয়ে খোলামেলা শরীরে হাজির হয়ে কিছুটা বিতর্কের মুখেও পড়েছিলেন। বেশ কিছুদিন অবশ্য মিডিয়ার বাইরেও ছিলেন এ অভিনেত্রী।
তবে ফের কাজে ফিরেছেন। ‘লীলা মন্থন’ নামে নতুন একটি সিনেমায় কাজ ইতোমধ্যেই শেষ করেছেন। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। সিনেমাটি প্রসঙ্গে রুনা বলেন, ‘এর গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। আমার বিশ্বাস দর্শকদের পছন্দ হবে।’
এ ছাড়াও শেষ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ। সবগুলোই মুক্তির অপেক্ষায় আছে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রুনা খান বলেন, “মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমা। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত।
এছাড়া শেষ করেছি কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে।”
রুনা খানের বক, লীলা মন্থন সিনেমাগুলো নিয়ে চরম আগ্রহ দেখা দিয়েছে তার ভক্তদের মধ্যে। বিশেষ করে তার অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন তারা।