ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিস অলিম্পিকে নতুন সব সংযোজন

আকাশ ইসলাম
  • সময় ১২:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / 250

প্যারিসের প্রাণ খ্যাত সেইন নদী। এই নদী ঘিরেই ছিলো এবার অলিম্পিক উদ্বোধনের জমকালো সব আয়োজন। প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে করা হয় জমকালো আয়োজন।

আগে স্টেডিয়ামে অ্যাথলেটরা প্যারেড করতেন, এবার তাঁরা সিন নদী পাড়ি দেন। স্থানীয় সময় ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় প্রায় ১০০টি নৌকা ও বার্জে করে আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে ট্রোকাড রোতে পৌঁছান তাঁরা। সেখানেই হয় ৩৩তম অলিম্পিকের মূল আয়োজন।

বৈশ্বিক এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়ে গেছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। এবার প্যারিসে নজর থাকবে আরও কিছু খেলায় যা প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে অলিম্পিকে।

কিছু কিছু খেলায় আবার ফরম্যাটে পরিবর্তন করা হয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুল সবখানেই নতুনত্বের ছোঁয়া। টোকিওতে শুরু হওয়া কিছু গেমস থাকছে এবারও।

এবারের গেমসে অভিষেক হতে চলেছে ‘ব্রেকিং’য়ের! কী এই ব্রেকিং! এটা হচ্ছে চিরাচরিত ব্রেক ড্যান্স; যা নাচের একটা নতুন পদ্ধতি বলা যেতে পারে তার ‘শর্ট ফর্ম’। এতে চার ধরনের মুভমেন্ট থাকে, টপ-রক, ডাউন-রক, পাওয়ার মুভ ও ফ্রিজ।

ব্রেকড্যান্সিং ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে না ব্রেকিং।

ব্রেকিংকে বি-গার্লস ও বি-বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিজের বাজানো তাৎক্ষণিক ট্র্যাকের সঙ্গে ১৬ জন বি-গার্লস ও ১৬ জন বি-বয়েজ আলাদা করে একে অন্যের মুখোমুখি হবেন। এ খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতা রেড বুল বিসি ওয়ান, যা শুরু হয়েছিল ২০০৪ সালে।

কায়াক ক্রস। ক্যানোই স্ল্যালোমের ছাতার তলায় এই নতুন বিভাগটি এবার থাকবে প্যারিসে। চারজন অ্যাথলেট পানিতে লড়াই করবেন একে অপরের বিপক্ষে। মাথার উপর মানুষরাই তৈরি করবেন রাম্প। এবারেই ক্যানোয়িংয়ে শুধুমাত্র ঘড়ির বিপক্ষে নয় প্রতিযোগীরা লড়বেন একে অন্যের বিপক্ষেও।

প্যারিস গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন। ২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড় এমনকি হার্ডলসেও থাকছে নতুন নিয়ম। যার নাম ‘লাকি লুজার’। হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে আবার জুটতে পারে সুযোগ!

সেমিফাইনালে উঠতে না পারলে একটি রপেসঁ হিটের ব্যবস্থা থাকছে। অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতো, যেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন।

প্রথমবার হতে যাওয়া আর্টিস্টিক সুইমিং কম্পিটিশনে থাকছে পুরুষরা। মেয়েদের বক্সিংয়ে থাকছে নতুন একটি বিভাগ। অন্যদিকে পুরুষ বক্সিংয়ে আবার কমেছে একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।

স্কেট বোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিং ও ৩*৩ বাস্কেটবলের অভিষেক হয়েছিল টোকিও অলিম্পিক গেমসে। তাহিতিতে অনুষ্ঠিত হবে এবারের সার্ফিং প্রতিযোগিতা। প্যাসিফিক সাগরে এটি একটি সুন্দর দ্বীপপুঞ্জ। বাকি তিনটি ইভেন্টে অভিষেক যদিও হয়েছিল টোকিওতে তবুও এবারের গেমসে থাকছে সেগুলো। ৩*৩ বাস্কেটবলে এবারে আবার প্রতিযোগী সংখ্যা গতবারের ৪০ থেকে বেড়ে হয়েছে ৬৮ জন।

শেয়ার করুন

প্যারিস অলিম্পিকে নতুন সব সংযোজন

সময় ১২:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

প্যারিসের প্রাণ খ্যাত সেইন নদী। এই নদী ঘিরেই ছিলো এবার অলিম্পিক উদ্বোধনের জমকালো সব আয়োজন। প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে করা হয় জমকালো আয়োজন।

আগে স্টেডিয়ামে অ্যাথলেটরা প্যারেড করতেন, এবার তাঁরা সিন নদী পাড়ি দেন। স্থানীয় সময় ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় প্রায় ১০০টি নৌকা ও বার্জে করে আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে ট্রোকাড রোতে পৌঁছান তাঁরা। সেখানেই হয় ৩৩তম অলিম্পিকের মূল আয়োজন।

বৈশ্বিক এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়ে গেছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। এবার প্যারিসে নজর থাকবে আরও কিছু খেলায় যা প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে অলিম্পিকে।

কিছু কিছু খেলায় আবার ফরম্যাটে পরিবর্তন করা হয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুল সবখানেই নতুনত্বের ছোঁয়া। টোকিওতে শুরু হওয়া কিছু গেমস থাকছে এবারও।

এবারের গেমসে অভিষেক হতে চলেছে ‘ব্রেকিং’য়ের! কী এই ব্রেকিং! এটা হচ্ছে চিরাচরিত ব্রেক ড্যান্স; যা নাচের একটা নতুন পদ্ধতি বলা যেতে পারে তার ‘শর্ট ফর্ম’। এতে চার ধরনের মুভমেন্ট থাকে, টপ-রক, ডাউন-রক, পাওয়ার মুভ ও ফ্রিজ।

ব্রেকড্যান্সিং ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে না ব্রেকিং।

ব্রেকিংকে বি-গার্লস ও বি-বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিজের বাজানো তাৎক্ষণিক ট্র্যাকের সঙ্গে ১৬ জন বি-গার্লস ও ১৬ জন বি-বয়েজ আলাদা করে একে অন্যের মুখোমুখি হবেন। এ খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতা রেড বুল বিসি ওয়ান, যা শুরু হয়েছিল ২০০৪ সালে।

কায়াক ক্রস। ক্যানোই স্ল্যালোমের ছাতার তলায় এই নতুন বিভাগটি এবার থাকবে প্যারিসে। চারজন অ্যাথলেট পানিতে লড়াই করবেন একে অপরের বিপক্ষে। মাথার উপর মানুষরাই তৈরি করবেন রাম্প। এবারেই ক্যানোয়িংয়ে শুধুমাত্র ঘড়ির বিপক্ষে নয় প্রতিযোগীরা লড়বেন একে অন্যের বিপক্ষেও।

প্যারিস গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন। ২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড় এমনকি হার্ডলসেও থাকছে নতুন নিয়ম। যার নাম ‘লাকি লুজার’। হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে আবার জুটতে পারে সুযোগ!

সেমিফাইনালে উঠতে না পারলে একটি রপেসঁ হিটের ব্যবস্থা থাকছে। অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতো, যেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন।

প্রথমবার হতে যাওয়া আর্টিস্টিক সুইমিং কম্পিটিশনে থাকছে পুরুষরা। মেয়েদের বক্সিংয়ে থাকছে নতুন একটি বিভাগ। অন্যদিকে পুরুষ বক্সিংয়ে আবার কমেছে একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।

স্কেট বোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিং ও ৩*৩ বাস্কেটবলের অভিষেক হয়েছিল টোকিও অলিম্পিক গেমসে। তাহিতিতে অনুষ্ঠিত হবে এবারের সার্ফিং প্রতিযোগিতা। প্যাসিফিক সাগরে এটি একটি সুন্দর দ্বীপপুঞ্জ। বাকি তিনটি ইভেন্টে অভিষেক যদিও হয়েছিল টোকিওতে তবুও এবারের গেমসে থাকছে সেগুলো। ৩*৩ বাস্কেটবলে এবারে আবার প্রতিযোগী সংখ্যা গতবারের ৪০ থেকে বেড়ে হয়েছে ৬৮ জন।