পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে ?
- সময় ০৬:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / 263
সৌরজগতের রহস্যময় সৌন্দর্যের মধ্যে, একটি নীল-সবুজ গ্রহ প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। এই গ্রহটি হলো পৃথিবী। কিন্তু কেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে?
পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার প্রধান কারণ হলো মহাকর্ষীয় আকর্ষণ। মহাকর্ষীয় শক্তি হলো একটি প্রাকৃতিক শক্তি, যা সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ তৈরি করে। নিউটনীয় মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী, দুটি ভরের বস্তুর মধ্যে এই আকর্ষণ শক্তি কাজ করে। সূর্যের বিশাল ভর পৃথিবীকে তার চারিদিকে কক্ষপথে আবদ্ধ রাখে।
গ্রহবিজ্ঞানীদের মতে, সৌরজগতের জন্ম হয়েছিল আজ থেকে ৪৬০ কোটি বছর আগে। তার আগে এক নাক্ষত্রিক বিস্ফোরণের মাধ্যমে ধূলিকণার মেঘ থেকে সূর্যের জন্ম হয়।
এর প্রায় এক লাখ বছর পর অর্থাৎ এখন থেকে ৪৫৯ কোটি বছর আগে গ্যাসীয় গ্রহগুলোযেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের জন্ম হয়। পৃথিবীসহ বুধ, শুক্র ও মঙ্গলের মতো পাথুরে গ্রহগুলো আকার নেয় আরো ৯ লাখ বছর পর। অর্থাৎ আজ থেকে ৪৫০ কোটি বছর আগে।
সুতরাং বোঝাই যাচ্ছে, সবগুলো গ্রহ একসঙ্গে কক্ষপথে ঘুরতে শুরু করেনি। কিছু কিছু গ্রহ অস্থিতিশীল ছিল। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ স্থিতিশীল হয়ে যায় শুরুতেই। পৃথিবীসহ পাথুরে গ্রহগুলোর মধ্যে বিশৃঙ্খলা ছিল, পরস্পরের সঙ্গে সংঘর্ষও ঘটেছে এদের। এতে অনেক ছোট ছোট গ্রহাণু অন্যান্য বস্তু গ্রহগুলোর সঙ্গে যুক্ত হয়ে চিরদিনের মতো বিলীন হয়েছে, তেমনি নতুন নতুন বস্তু তৈরিও হয়েছে।
প্রথম গ্রহগুলো তৈরির পর প্রায় ৯ কোটি বছর সময় লাগে এই অস্থিরতা দূর হতে। তারপরঅর্থাৎ ৪৫০ কোটি বছর আগ থেকে অবশ্য সবগুলো গ্রহ সূর্যের চারপাশে নিয়মিত গতিতেই ঘুরতে শুরু করে। এর পর থেকে এ ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি।
ফ্রান্সের বোর্দো অ্যাস্ট্রোফিজিকস ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী এবং গ্রহ বিশেষজ্ঞ শন রেমন্ড বলেন, ‘স্থিতিশীল হওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রহগুলোর গতি ও কক্ষপথ ৯৮ থেকে ৯৯ শতাংশ আগের মতোই রয়েছে। তাই ওই সময় থেকে এ পর্যন্ত গ্রহ গতিবিদ্যার হিসাব কষে, কোন গ্রহ সূর্যের চারপাশে কতবার ঘুরেছে, সেটা বের করে ফেলা সম্ভব।
তবে গ্রহগুলো এখন যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে, একই হার দূর ভবিষ্যতে থাকবে না। সূর্য জ্বালানি ফুরিয়ে নিভে যাওয়ার আগে ফুলে-ফেঁপে উঠবে। পরিণত হবে লোহিত দানবে। তখন এর আকার এতটাই বেড়ে যাবে যে বুধ, শুক্র ও পৃথিবীকে গ্রাস করে ফেলবে সূর্য। অন্য গ্রহগুলো সূর্যের তাপে যদি দূর থেকেই ঝলসে না যায়, তাহলে এদের কক্ষপথের আকার বদলে যাবে।
পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার ফলে আমরা পাই দিন ও রাতের পরিবর্তন এবং ঋতুর পরিবর্তন। সূর্যের চারিদিকে পরিক্রমণের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু সৃষ্টি হয়, যা আমাদের জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর গভীর প্রভাব ফেলে।
মহাকর্ষীয় শক্তি, গতি সংরক্ষণ নীতি এবং প্রাথমিক সংঘর্ষ ও চাপের মাধ্যমে পৃথিবী তার সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলি আমাদের সৌরজগতের স্থিতিশীলতা এবং জীবনের বিকাশের জন্য অপরিহার্য। বিজ্ঞানের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় কিভাবে মহাবিশ্বের নিয়মগুলি আমাদের প্রতিদিনের জীবনে গভীর প্রভাব ফেলে।