পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ

- সময় ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
- / 49
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য সরবরাহ করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তথ্য ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মধ্যে চারটি সরকারি প্রতিষ্ঠান হলেও একটি বেসরকারি ব্যাংকের নাম উঠে এসেছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
যে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে, সেগুলো হলো:
স্বাস্থ্য অধিদফতর
ইউসিবি ব্যাংকের ডিজিটাল সেবা ‘উপায়’
চট্টগ্রাম পোর্ট অথরিটি
মহিলা বিষয়ক অধিদফতর
অর্থ মন্ত্রণালয়ের আইবাস
ইসি সচিব জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে, তথ্য ফাঁস অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃতভাবে ঘটেছে। যদি এটি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, এনআইডি অনুবিভাগ থেকে মোট ১৮২টি প্রতিষ্ঠান এনআইডি তথ্য যাচাই সেবা গ্রহণ করছে। তবে কিছু প্রতিষ্ঠান তথ্য যাচাইয়ের জন্য অন্য প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করছে। তাই কোন প্রতিষ্ঠান কতটুকু তথ্য ব্যবহার করছে এবং তাদের প্রয়োজনের অতিরিক্ত তথ্য নেওয়া হচ্ছে কিনা, সেটি পর্যবেক্ষণ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ডেটা ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। খোলা রেখে চোরকে দোষ দেওয়া যাবে না। সবাইকে আরও সতর্ক থাকতে হবে।”
এনআইডি তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ডেটা ব্যবহারের সীমারেখা নির্ধারণ করতে ইসি তিন দিনের এক মতবিনিময় সভার আয়োজন করেছে, যেখানে এনআইডি যাচাই সেবাগ্রহণকারী ১৮২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited