ব্রেকিং:
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
- সময় ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 90
পঞ্চগড় সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গুলিতে মারা যান।
শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার অমর খানা সীমান্তের ভারতের ১৬০ গজ ভেতরে রায়গঞ্জ থানার ভাটপাড়া ক্যাম্পের ৭৪৪/৭এফ পিলার সংলগ্ন খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আল আমিন (৩৬)। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
৫৬ নীলফামারী বিজিবি অধিনস্ত অমরখানা ক্যাম্প কর্তৃক জানায়, বিএসএফ এখন পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি। বিজিবি ও বিএসএফের মধ্যে মরদেহ হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। তবে বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকে সময় জানা যায় নাই।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited