নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- সময় ০৮:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 25
নেত্রকোনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোক্তার পাড়া সড়কের পাশে অবস্থিত জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক শফিকুল ইসলাম ও রোমান হাসানের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম জাতীয় পত্রিকা দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। রোমান হাসান ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত ১৭ ডিসেম্বর তথ্য সংগ্রহ করতে গিয়ে দুজনেই হামলার শিকার হন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাভিশনের প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান, এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাস, এশিয়ান টিভির নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে তারা তীব্র নিন্দা প্রকাশ করছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। পরবর্তীতে যাতে আর কখনো সাংবাদিকদের ওপর এরকম হামলার ঘটনা না ঘটে। বর্তমানে দু’জনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।