ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় ফল চাষ করে স্বাবলম্বী শাহজাদা

নিউজ ডেস্ক
  • সময় ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 28

শাহজাদা

নেত্রকোনায় শিক্ষিত বেকার যুবক শাহজাদা ইউটিউব ভিডিও চ্যানেল দেখে ফল চাষ করে আজ স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয় এখন তার বাগানে কাজ করছে এলাকার বেকার অনেকে। শাহজাদার বাগানটি তার জন্মস্থান জেলা সদরের তাতিয়র গ্ৰামে কংস নদীর পাড়ে অবস্থিত।।

শাহজাদা জানান, তিনি ইউটিউব ভিডিও চ্যানেল দেখে প্রথমে চায়না কমলা চাষের প্রতি আগ্ৰহী হন। তিনি দেখেছেন ভারতের একজন চায়না কমলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।এ থেকে তিনি ফল চাষ করতে উৎসাহী হয়ে উঠেন। তিনি এজন্য ভারতে যান পরামর্শ নেয়ার জন্য। সেখান থেকে ফিরে এসে নিজ পৈতৃক জমিতে শুরু করেন কোন প্রকার রাসায়নিক সার ছাড়া জৈবিক পদ্ধতিতে চায়না কমলা চাষ।

তিনি ইতোমধ্যে ফল চাষে বেশ সফলতা অর্জন করেছেন। তার বাগানে চাষ করা চায়না কমলা আকারে অনেক বড় ও অনেক সুস্বাদু হয়েছে। এজন্য এলাকার মানুষ ছুটে এসেছে শাহজাদার কমলার বাগান দেখার জন্য। অনেকেই আগ্ৰহী হয়ে উঠছেন বল চাষ করার জন্য।

এতে শাহজাদা গত কয়েক বছরে কয়েক লাখ টাকার কমলা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি এখন তার বাগানে মাল্টাসহ বিভিন্ন ধরনের বল চাষ শুরু করেছেন।

এলাকাবাসী জানান, শখের বশে ফলের বাগান করতে গিয়ে শিক্ষিত বেকার যুবক শাহজাদা আজ স্বাবলম্বী হয়েছেন । তার বাগান দেখে এলাকায় শিক্ষিত বেকার যুবকদের অনেকেই ফল চাষ করতে উৎসাহী হয়ে উঠছেন।

শেয়ার করুন

নেত্রকোনায় ফল চাষ করে স্বাবলম্বী শাহজাদা

সময় ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় শিক্ষিত বেকার যুবক শাহজাদা ইউটিউব ভিডিও চ্যানেল দেখে ফল চাষ করে আজ স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয় এখন তার বাগানে কাজ করছে এলাকার বেকার অনেকে। শাহজাদার বাগানটি তার জন্মস্থান জেলা সদরের তাতিয়র গ্ৰামে কংস নদীর পাড়ে অবস্থিত।।

শাহজাদা জানান, তিনি ইউটিউব ভিডিও চ্যানেল দেখে প্রথমে চায়না কমলা চাষের প্রতি আগ্ৰহী হন। তিনি দেখেছেন ভারতের একজন চায়না কমলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।এ থেকে তিনি ফল চাষ করতে উৎসাহী হয়ে উঠেন। তিনি এজন্য ভারতে যান পরামর্শ নেয়ার জন্য। সেখান থেকে ফিরে এসে নিজ পৈতৃক জমিতে শুরু করেন কোন প্রকার রাসায়নিক সার ছাড়া জৈবিক পদ্ধতিতে চায়না কমলা চাষ।

তিনি ইতোমধ্যে ফল চাষে বেশ সফলতা অর্জন করেছেন। তার বাগানে চাষ করা চায়না কমলা আকারে অনেক বড় ও অনেক সুস্বাদু হয়েছে। এজন্য এলাকার মানুষ ছুটে এসেছে শাহজাদার কমলার বাগান দেখার জন্য। অনেকেই আগ্ৰহী হয়ে উঠছেন বল চাষ করার জন্য।

এতে শাহজাদা গত কয়েক বছরে কয়েক লাখ টাকার কমলা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি এখন তার বাগানে মাল্টাসহ বিভিন্ন ধরনের বল চাষ শুরু করেছেন।

এলাকাবাসী জানান, শখের বশে ফলের বাগান করতে গিয়ে শিক্ষিত বেকার যুবক শাহজাদা আজ স্বাবলম্বী হয়েছেন । তার বাগান দেখে এলাকায় শিক্ষিত বেকার যুবকদের অনেকেই ফল চাষ করতে উৎসাহী হয়ে উঠছেন।