নেত্রকোনা সীমান্তে বড়দিন উৎসব উদযাপন
- সময় ১২:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 27
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে খৃষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। এ উপলক্ষে উপজেলার ৭২টি গীর্জা সাজানো হয়েছে রং বেরঙের ফুল ও রঙিন কাগজ দিয়ে। ঝিলিমিলি আলোতে আলোকিত করা হয়েছে গীর্জার ফটক ও চারদিক। বিভিন্ন নান্দনিক আচরণ ও কেক কাটা ও বিশ্বশান্তি প্রার্থণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি।
দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও উৎরাইল ধর্ম পল্লীতে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় উৎসব। উৎসবটি উপভোগ করতে আগমন ঘটেছে বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষ। সকালে প্রধান পালক বেভারেজ আশীষ রেমা অনুষ্ঠান উদ্বোধন করেন। সঙ্গীত,একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও প্রীতিভোজের মধ্যে দিবসটি পালন করা হয়।
বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যাশা ছিল, মাতৃভূমি বাংলাদেশ ও পৃথিবীতে যেন সকলের মাঝে শান্তি বিরাজ করে। সবসময় যেন সবাই শান্তিপূর্ণভাবে জীবন যাপন করে। সংসার জীবনে কেউ যেন দুঃখ কষ্ট ভোগ না করে।
জানতে চাইলে দুর্গাপুর সার্কেল এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে খৃষ্টান ধর্মের বড়দিন সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে পালন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।