ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনও চট্টগ্রাম সমিতির অংশ: কলিমউল্লাহ

নিউজ ডেস্ক
  • সময় ১২:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 46

প্র. ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন আরও চারজন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। আগামীকাল প্রধান বিচারপতির কাছে নির্বাচন কমিশন শপথ গ্রহণ করার কথা হয়েছে। এরমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান প্রফেসর ড.নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন নিয়ে। সেটি পূরণ হয়নি। মূলত এটিও অন্তর্বতীকালীন সরকারের মতো চট্টগ্রাম সমিতির অংশ হিসাবেই প্রতিয়মান হয়েছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন চৌধুরীর সঞ্চালনায় পালস অব পলিটিক্স টক শোতে নির্বাচন কমিশন গঠন নিয়ে খোলামেলা কথা বলেছেন ৪ দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি আরো বলেন, এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন করার আগের কমিশন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীনকে বলেন, সাবেক আমলাদের পুর্নবাসন করা হয়েছিল। জনগণের করের টাকার শ্রাদ্ধ করা হয়েছিল। এমনকি এবারও সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ নির্বাচন কমিশন।

৮ আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠন করলেও সারাদেশের মানুষ সেটিকে চট্টগ্রাম সমিতির সরকার বলে আখ্যা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে বেছে নেয়া হয়েছে। যার নিজের বাড়িও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা। মূলত চট্টগ্রাম নির্ভরতা বৃদ্ধির জন্যই এমনটা করেছেন বলে মনে করেন কলিমউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার

টক শোতে তিনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সার্চ কমিটিতে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যাদের নাম প্রস্তাব করেছেন তাদের ওপর গোয়েন্দা সংস্থার প্রভাব ছিল। রাষ্ট্রপতি শুধু ছক অনুযায়ী কাজ করেছেন।

দিনের ভোট রাতে হওয়া প্রসঙ্গে নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। দিনের ভোট দিনে করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন এ এম এম নাসির উদ্দীন, সেটিও ঠিক করেননি বলে মনে করেন তিনি।

শারমিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) কেন গত নির্বাচনকে বৈধতা দিল, সে প্রশ্নের জবাবে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন মোটেও অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ছিল না। জানিপপের পক্ষ থেকে সেটি তখনো বলা হয়েছিল, এখনো বলা হচ্ছে। কারণ চূড়ান্ত প্রতিবেদন এখনো দেয়নি জানিপপ।

শেয়ার করুন

নির্বাচন কমিশনও চট্টগ্রাম সমিতির অংশ: কলিমউল্লাহ

সময় ১২:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন আরও চারজন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। আগামীকাল প্রধান বিচারপতির কাছে নির্বাচন কমিশন শপথ গ্রহণ করার কথা হয়েছে। এরমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান প্রফেসর ড.নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন নিয়ে। সেটি পূরণ হয়নি। মূলত এটিও অন্তর্বতীকালীন সরকারের মতো চট্টগ্রাম সমিতির অংশ হিসাবেই প্রতিয়মান হয়েছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন চৌধুরীর সঞ্চালনায় পালস অব পলিটিক্স টক শোতে নির্বাচন কমিশন গঠন নিয়ে খোলামেলা কথা বলেছেন ৪ দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি আরো বলেন, এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন করার আগের কমিশন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীনকে বলেন, সাবেক আমলাদের পুর্নবাসন করা হয়েছিল। জনগণের করের টাকার শ্রাদ্ধ করা হয়েছিল। এমনকি এবারও সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ নির্বাচন কমিশন।

৮ আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠন করলেও সারাদেশের মানুষ সেটিকে চট্টগ্রাম সমিতির সরকার বলে আখ্যা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে বেছে নেয়া হয়েছে। যার নিজের বাড়িও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা। মূলত চট্টগ্রাম নির্ভরতা বৃদ্ধির জন্যই এমনটা করেছেন বলে মনে করেন কলিমউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার

টক শোতে তিনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সার্চ কমিটিতে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যাদের নাম প্রস্তাব করেছেন তাদের ওপর গোয়েন্দা সংস্থার প্রভাব ছিল। রাষ্ট্রপতি শুধু ছক অনুযায়ী কাজ করেছেন।

দিনের ভোট রাতে হওয়া প্রসঙ্গে নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। দিনের ভোট দিনে করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন এ এম এম নাসির উদ্দীন, সেটিও ঠিক করেননি বলে মনে করেন তিনি।

শারমিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) কেন গত নির্বাচনকে বৈধতা দিল, সে প্রশ্নের জবাবে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন মোটেও অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ছিল না। জানিপপের পক্ষ থেকে সেটি তখনো বলা হয়েছিল, এখনো বলা হচ্ছে। কারণ চূড়ান্ত প্রতিবেদন এখনো দেয়নি জানিপপ।