ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 20

বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একইসাথে না ভোটের বিধানের সুপারিশও করেছেন তারা। এছাড়া নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠকে সোমবার (২৩ ডিসেম্বর) তিনি এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান।

জুলাই-আগস্টের আন্দোলনের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর কোনোদিন যাতে স্বৈরাচার ফিরে না আসে সে জন্যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এর পক্ষে সারাদেশে জনমত গড়ে তুলতে হবে।

সুজন সম্পাদক বলেন, হাইকোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। জাতীয় নাকি স্থানীয় কোনো নির্বাচন আগে হওয়া দরকার, গোলটেবিল আলোচনায় সেই প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া নারীদের নির্বাচন সরাসরি অংশগ্রহণ। নারীর আসন বাড়ানো, নির্বাচনে ঘূর্ণায়ন পদ্ধতি, এসব বিষয়েও কথা বলেছেন বদিউল আলম মজুমদার।

একই আলোচনায় স্থানীয় সরকার আইন সমন্বিত করা হলেও সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, শুধু এমপি না, কাউন্সিলর, মেম্বার সবার দায়িত্ব আইনগতভাবে নির্ধারণ করতে হবে। স্থানীয় সরকারের সব কাজে এমপিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বর্তমান মেম্বারদের কোয়ালিটি ভালো না উল্লেখ করে তিনি বলেন, ময়লা নিয়ন্ত্রণ ওয়ার্ড কাউন্সিলর ও মেম্বারদের কাজ না। স্থানীয় নির্বাচনে নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে।

শেয়ার করুন

নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে

সময় ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একইসাথে না ভোটের বিধানের সুপারিশও করেছেন তারা। এছাড়া নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠকে সোমবার (২৩ ডিসেম্বর) তিনি এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান।

জুলাই-আগস্টের আন্দোলনের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর কোনোদিন যাতে স্বৈরাচার ফিরে না আসে সে জন্যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এর পক্ষে সারাদেশে জনমত গড়ে তুলতে হবে।

সুজন সম্পাদক বলেন, হাইকোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। জাতীয় নাকি স্থানীয় কোনো নির্বাচন আগে হওয়া দরকার, গোলটেবিল আলোচনায় সেই প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া নারীদের নির্বাচন সরাসরি অংশগ্রহণ। নারীর আসন বাড়ানো, নির্বাচনে ঘূর্ণায়ন পদ্ধতি, এসব বিষয়েও কথা বলেছেন বদিউল আলম মজুমদার।

একই আলোচনায় স্থানীয় সরকার আইন সমন্বিত করা হলেও সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, শুধু এমপি না, কাউন্সিলর, মেম্বার সবার দায়িত্ব আইনগতভাবে নির্ধারণ করতে হবে। স্থানীয় সরকারের সব কাজে এমপিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বর্তমান মেম্বারদের কোয়ালিটি ভালো না উল্লেখ করে তিনি বলেন, ময়লা নিয়ন্ত্রণ ওয়ার্ড কাউন্সিলর ও মেম্বারদের কাজ না। স্থানীয় নির্বাচনে নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে।