শিরোনাম
নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
- সময় ০৩:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
- / 18
পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওই নারী কনস্টেবলের নাম তৃষা বিশ্বাস (২২)। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান বিষয়টি এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তৃষা ২০২৩ সালে চাকরিতে যোগ করেন। তিনি পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited