০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সময় ০৮:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 40

নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক

নাটোরের বড়াইগ্রাম থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া সদস্য জাহিদ হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। আটক জাহিদ হাসান রনি গারফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এনএসআই এর তথ্যের ভিত্তিতে পুলিশ প্রতারক ওই যুবককে আটক করে। এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে আটক যুবকরা মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতো, প্রেম করতো।’

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ হাসান রনি এসব স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক

সময় ০৮:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

নাটোরের বড়াইগ্রাম থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া সদস্য জাহিদ হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। আটক জাহিদ হাসান রনি গারফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এনএসআই এর তথ্যের ভিত্তিতে পুলিশ প্রতারক ওই যুবককে আটক করে। এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে আটক যুবকরা মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতো, প্রেম করতো।’

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ হাসান রনি এসব স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।