আহত ৮
ধর্ষণ মামলার আসামির আইনজীবী ও ছাত্র-জনতার সংঘর্ষ

- সময় ১০:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 10
জামালপুরে ধর্ষণ মামলার আসামি পক্ষের আইনজীবী ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে জামালপুর জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সম্প্রতি জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের ঘটনার বিচার দাবিতে ছাত্র-জনতা শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা অভিযুক্তদের পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে যায়।
সেখানে অভিযুক্তদের একজনের বয়স কম দেখানোর বিষয়ে ছাত্রদের সঙ্গে আইনজীবীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য খলিলুর রহমান, সহ-সভাপতি আব্দুল আওয়াল, আইনজীবী শাহজাহান আলী এবং কয়েকজন ছাত্রসহ মোট ৮ জন আহত হন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এক ছাত্রনেতা বলেন, “ধর্ষণ মামলার আসামির পক্ষে সাফাই গাওয়া মানে ভিকটিমের প্রতি অবিচার করা। আমরা ন্যায়বিচারের স্বার্থে আদালতে গিয়েছিলাম।”
অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, “আদালতে ন্যায়বিচারের জন্য সবার অধিকার রয়েছে। আইনগত প্রক্রিয়ায় জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা নিন্দনীয়।”
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited