প্রতিবাদে উত্তাল রাবি
‘ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু’

- সময় ১০:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 47
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ‘ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু’ স্লোগানসহ আরো অনেক স্লোগানে উত্তাল করে তোলেন ক্যাম্পাস।
শনিবার (৮ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সন্ধ্যা ৭টার পর থেকেই শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে প্যারিস রোড হয়ে পশ্চিমপাড়া ছাত্রীদের হলের দিকে যান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অংশ নেওয়া হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, “যদি নিজের ক্যাম্পাসেই নিরাপদ না থাকি, তাহলে রাস্তায় কীভাবে নিরাপদ থাকব? একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু কি কোনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে? সরকারের ব্যর্থতাই এর জন্য দায়ী। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারলে, জনগণের হাতে ছেড়ে দিন, আমাদের মায়েরা-বোনেরা তাদের বিচার করবে।”
রাবি স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, “বর্তমানে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। সরকার যদি নারী শিক্ষার্থীসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে।”
এই প্রতিবাদী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু’, ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।— এমন নানা স্লোগানে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা দৃঢ় কণ্ঠে জানান, নিরাপদ শিক্ষাঙ্গন ও সমাজ গড়ে তুলতে ধর্ষকদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited