দুই বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরলেন নাসির হোসেন

- সময় ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 11
দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা নাসির সোমবার (৭ এপ্রিল) মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী বোলার হিসেবে অফস্পিনে ১০ ওভার বল করে ৩১ রানে নেন ১ উইকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির দুর্নীতি-বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সে হিসেবে তিনি ৭ এপ্রিল ২০২৫ থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশগ্রহণকালে দুর্নীতির অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। আইসিসির তদন্ত শেষে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যার ছয় মাস ছিল স্থগিত।
নাসিরের নিষেধাজ্ঞা কার্যকর হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে, যার ফলে দেড় বছর কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি ছিল না তার। তবে শাস্তির মেয়াদ শেষে আইসিসির নির্ধারিত অ্যান্টি-করাপশন শিক্ষাসেশন সম্পন্নসহ সব শর্ত পালন করায় পুনরায় খেলার অনুমোদন পেয়েছেন তিনি।
একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসির হোসেন বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited