দীঘিনালায় যুবলীগের চার নেতা আটক

- সময় ০৪:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
- / 92
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পদধারী চার নেতাকে আটক করেছে পুলিশ।
৯ ফেব্রুয়ারি, রোববার মধ্য রাতে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মেরুং রেংকাইজ্জা এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগের ৪ নেতাকর্মীকে আটক করে মেরুং পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফাফিজুর রহমান।
আটককৃতরা হলেন দীঘিনালা উপজেলা মেরুং ৯ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি ও রেংকাইজ্জা এলাকার মোঃ রাশেদের ছেলে মোঃ হাসেম (২৭), যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩২), যুবলীগের সহ দপ্তর সম্পাদক ও তুতা মিয়ার ছেলে মোঃ আলী আকবর (৪৭), যুবলীগের সদস্য ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ারুল হক (২৮)।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গতকাল মধ্যরাতে ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে দীঘিনালায় যুবলীগের ৪ নেতাকর্মী আটক করা হয়। আজ তাদের বিজ্ঞ আদালতে তোলা হবে।
এদিকে দীঘিনালা থানায় গত সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের আটক দেখিয়েছে পুলিশ। এছাড়াও থানার সূত্রে জানা যায়, গত ৬ মাসে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited