ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির জবাবের অপেক্ষা করবে ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক
  • সময় ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
  • / 32

শেখ হাসিনা-রণধীর জয়সোয়াল

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র  মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দিল্লিকে চিঠি দিয়েছে। তবে, চিঠির জবাব পেতে ঢাকা আরও কিছুদিন অপেক্ষা করবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রফিকুল আলম এ কথা বলেন।

সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দেওয়ার বিষয়ে মুখপাত্র বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় অনেক দুর্বধ্যতা থাকে এবং সবকিছুতে সোজা উত্তর পাওয়া যায় না। বাংলাদেশ তাদের অনুরোধ জানিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন তারা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করবে। এই প্রক্রিয়ায় কূটনীতির অনেক জটিলতা রয়েছে এবং এটি একটি অত্যন্ত সূক্ষ্ম পরিস্থিতি।

এদিকে, অন্তর্বর্তী সরকার জুলাই মাসে বিক্ষোভের সময় জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে শেখ হাসিনাও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম

সরকার যে পাসপোর্ট বাতিল করেছে ভারত জানে কিনা-জানতে চাইলে রফিকুল আলম বলেন, যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এটা সাধারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাতে বিষয়টি যাবে।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জানানোর প্রশ্নে তিনি বলেন, সেটার জন্য আমাকে একটু সময় নিতে হবে (তথ্য নেই)।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছ‌রের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। চি‌ঠির জবাব এখনো দেয়নি ভারত।

চিঠির দেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরমধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম-ক্রসফায়ার, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ম‌তো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে।

জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

দিল্লির জবাবের অপেক্ষা করবে ঢাকা

সময় ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র  মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দিল্লিকে চিঠি দিয়েছে। তবে, চিঠির জবাব পেতে ঢাকা আরও কিছুদিন অপেক্ষা করবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রফিকুল আলম এ কথা বলেন।

সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দেওয়ার বিষয়ে মুখপাত্র বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় অনেক দুর্বধ্যতা থাকে এবং সবকিছুতে সোজা উত্তর পাওয়া যায় না। বাংলাদেশ তাদের অনুরোধ জানিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন তারা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করবে। এই প্রক্রিয়ায় কূটনীতির অনেক জটিলতা রয়েছে এবং এটি একটি অত্যন্ত সূক্ষ্ম পরিস্থিতি।

এদিকে, অন্তর্বর্তী সরকার জুলাই মাসে বিক্ষোভের সময় জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে শেখ হাসিনাও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম

সরকার যে পাসপোর্ট বাতিল করেছে ভারত জানে কিনা-জানতে চাইলে রফিকুল আলম বলেন, যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এটা সাধারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাতে বিষয়টি যাবে।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জানানোর প্রশ্নে তিনি বলেন, সেটার জন্য আমাকে একটু সময় নিতে হবে (তথ্য নেই)।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছ‌রের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। চি‌ঠির জবাব এখনো দেয়নি ভারত।

চিঠির দেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরমধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম-ক্রসফায়ার, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ম‌তো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে।

জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।