দিঘীনালায় বড়দিন উদযাপনে সেনাবাহিনী-পুলিশ

- সময় ০৮:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 169
খাগড়াছড়ির দিঘীনালায় ৪৫টি গীর্জা ও চার্চে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও। তাদের পক্ষ থেকে গীর্জা ও চার্চগুলোতে পরিদর্শন এবং খ্রিষ্টান ধর্মালম্বীদের সাথে সৌহাদ্যপূর্ণ আলোচনা করে শুভেচ্ছা বিনিময় করেছে দায়িত্বশীলরা। এমনকি দিয়েছেন নিরাপত্তা। সেনাবহিনীর জোন কমান্ডারের পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক সহযোগিতা ও পুরষ্কার সামগ্রী।
দিঘীনালার প্রধান ধর্মযাজক পাস্টর অমিত সরকার বুধবার সকাল ১১ টায় জামতলীতে এ,এস,বি,এ, গীর্জায় ঘন্টা বাজিয়ে বড়দিনের কার্যক্রম শুরু করেন। তখন সেখানে প্রার্থনাও করা হয়।

খ্রিষ্ট্রানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে জামতলী খ্রিষ্ট পল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
বড়দিনের নানা আনুষ্ঠানিকতার মধ্যে শুরুতেই যিশু খ্রিষ্ট ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন , দিঘীনালা প্রধান কেন্দ্রীয় জামতলী গীর্জার পাস্টার, পালক পুরোহিত ফিলিপ মন্ডল। প্রার্থনা করা হবে পাস্টার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও।
এছাড়া বুধবার সকালে জামতলী, নয় মাইল , জারুলছড়ি,লম্বা ছাড়া নুনছড়ি কিমাপুর, শান্তিপুর, কলেজ টিলা, ২ নং বোয়ালখালী ইউনিয়ন সুদির মেম্বার পাড়া ও ১ নং ইউনিয়ন মেরুংসহ খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিন উপলক্ষে তারা উপসনালয় ও বাড়ী-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে।
সব গীর্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আর্বিভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited