তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ
- সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 22
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপালের বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, কাজী জাহিদুল ইসলাম, তরফদার এনামুলবহক প্রিন্স ও মোঃ বখতিয়ার সরদার।
এসময় বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ৩১দফা বাস্তবায়ন ও তারেক রহমানের আদর্শে নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই বিএনপি বিভিন্ন এলাকায় এ সমাবেশ করে যাচ্ছেন। মুলত তারেক রহমানের নির্দেশনা তৃনমূলের নেতা-কর্মী ও সমর্থকের মাঝে ছড়িয়ে দিতে এবং সকলকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবহেলিত এই জনপদের মানুষের উন্নয়নে তারেক রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলেও জানান ড. ফরিদুল ইসলাম।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited