১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে আরেফিন সিদ্দিকের জানাজা নিয়ে পক্ষে-বিপক্ষে কারা?

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৩:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 106

ঢাবিতে আরেফিন সিদ্দিকের জানাজা নিয়ে পক্ষে-বিপক্ষে কারা?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। পক্ষে বিপক্ষেও স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে অভিযুক্ত করছেন অনেকে। তবে তিনি জানিয়েছেন, সদ্য প্রয়াত আরেফিন সিদ্দিকের পরিবারের সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে বেলা ১১টার দিকে ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখছেন, ‘‘একটা বদমাস পুরুষ বলাৎকার কারি এখন ঢাবির অভিভাবক
সো ডোন্ট বি আপসেট ……”

সুজন দত্ত নামের একজন লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ স ম আরেফিন সিদ্দিকের মতো শিক্ষকের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেয়নি ঢাবির জামাতি প্রশাসন-এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
অথচ এই আরেফিন সিদ্দিক দুইজন প্রয়াত উপাচার্যকে মৃত্যুর পরও অনেক সম্মান দিয়েছেন। তারা দুইজনই ছিলেন বিএনপি মতাদর্শের। সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়ার মৃত্যুতে ২০১৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছিলেন। এমাজউদ্দিন মিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তিনি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন।
বর্তমান জামাতি উপাচার্য তার জঘন্য মানসিকতা বহিঃপ্রকাশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করলো।’

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক
ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক

কিন্তু ঢাবি ক্যাম্পাসে আরেফিন সিদ্দিকের জানাজা না করার বিরোধিতাকারীও আছেন কয়েকজন। ফেসবুকে মোহাম্মদ ইশরাক নামের একজন লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় হিসাবে ঢাবিকে পঙ্গু করে দিতে আরেফিন সিদ্দিকি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল সেকেন্ড টাইম বন্ধ করা।
পৃথিবীর কোন জাতের বিশ্ববিদ্যালয়েই এমন নিয়ম নাই। বরং হার্ভার্ড তো ওয়েবসাইটে টাঙিয়েই রেখেছে যে এক বছর গ্যাপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা ওয়েলকাম।
আরেফিন সিদ্দিকির পছন্দের দেশ ইন্ডিয়াতেও সেকেন্ড টাইম তো বটেই, থার্ড টাইম আছে। এখন সম্ভবত ফিফথ টাইমও চালু করেছে ওরা। ওখান থেকে সিলিকন ভ্যালির সিইও-রা বের হচ্ছে।
সেকেন্ড টাইম বন্ধ করার পেছনে একটা উদ্দেশ্য শুনেছিলাম- যাতে করে মেন্টালি ম্যাচিউর এবং রিফ্রেশ হয়ে আসা কোন ছাত্র ভর্তি হতে না পারে। এতে করে ক্যাম্পাস নিয়ন্ত্রন করা ছাত্রলীগের জন্য সহজ হবে।
যারা ওর জানাজা ঢাবিতে পড়ানোর জন্য উন্মুখ হয়ে আছেন, তারা একটু কষ্ট করে আবু বকরের জানাজাটাও কখনো সখনো না পড়তে পারার আফসোস করবেন প্লিজ।’

এদিকে, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার (ড. আরেফিন সিদ্দিক) জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে।’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাড়াও সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন তার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য গুণগ্রাহীরা।

পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে ড. আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শেয়ার করুন

ঢাবিতে আরেফিন সিদ্দিকের জানাজা নিয়ে পক্ষে-বিপক্ষে কারা?

সময় ০৩:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। পক্ষে বিপক্ষেও স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে অভিযুক্ত করছেন অনেকে। তবে তিনি জানিয়েছেন, সদ্য প্রয়াত আরেফিন সিদ্দিকের পরিবারের সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে বেলা ১১টার দিকে ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখছেন, ‘‘একটা বদমাস পুরুষ বলাৎকার কারি এখন ঢাবির অভিভাবক
সো ডোন্ট বি আপসেট ……”

সুজন দত্ত নামের একজন লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ স ম আরেফিন সিদ্দিকের মতো শিক্ষকের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেয়নি ঢাবির জামাতি প্রশাসন-এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
অথচ এই আরেফিন সিদ্দিক দুইজন প্রয়াত উপাচার্যকে মৃত্যুর পরও অনেক সম্মান দিয়েছেন। তারা দুইজনই ছিলেন বিএনপি মতাদর্শের। সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়ার মৃত্যুতে ২০১৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছিলেন। এমাজউদ্দিন মিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তিনি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন।
বর্তমান জামাতি উপাচার্য তার জঘন্য মানসিকতা বহিঃপ্রকাশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করলো।’

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক
ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক

কিন্তু ঢাবি ক্যাম্পাসে আরেফিন সিদ্দিকের জানাজা না করার বিরোধিতাকারীও আছেন কয়েকজন। ফেসবুকে মোহাম্মদ ইশরাক নামের একজন লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় হিসাবে ঢাবিকে পঙ্গু করে দিতে আরেফিন সিদ্দিকি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল সেকেন্ড টাইম বন্ধ করা।
পৃথিবীর কোন জাতের বিশ্ববিদ্যালয়েই এমন নিয়ম নাই। বরং হার্ভার্ড তো ওয়েবসাইটে টাঙিয়েই রেখেছে যে এক বছর গ্যাপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা ওয়েলকাম।
আরেফিন সিদ্দিকির পছন্দের দেশ ইন্ডিয়াতেও সেকেন্ড টাইম তো বটেই, থার্ড টাইম আছে। এখন সম্ভবত ফিফথ টাইমও চালু করেছে ওরা। ওখান থেকে সিলিকন ভ্যালির সিইও-রা বের হচ্ছে।
সেকেন্ড টাইম বন্ধ করার পেছনে একটা উদ্দেশ্য শুনেছিলাম- যাতে করে মেন্টালি ম্যাচিউর এবং রিফ্রেশ হয়ে আসা কোন ছাত্র ভর্তি হতে না পারে। এতে করে ক্যাম্পাস নিয়ন্ত্রন করা ছাত্রলীগের জন্য সহজ হবে।
যারা ওর জানাজা ঢাবিতে পড়ানোর জন্য উন্মুখ হয়ে আছেন, তারা একটু কষ্ট করে আবু বকরের জানাজাটাও কখনো সখনো না পড়তে পারার আফসোস করবেন প্লিজ।’

এদিকে, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার (ড. আরেফিন সিদ্দিক) জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে।’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাড়াও সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন তার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য গুণগ্রাহীরা।

পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে ড. আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।