ঢাবি শিবির নেতা মাজহার অনার্সে গোল্ড মেডেলিস্ট, মাস্টার্সে ৪.০০

- সময় ০৫:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / 331
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম। তিনি অনার্সে প্রথম স্থানসহ গোল্ড মেডেল অর্জন করেন। তাছাড়া, মাস্টার্স প্রথম সেমিস্টারে তিনি ফোর আউট অব ফোর পেয়েছেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই কমিটি প্রকাশ করা হয়।
শিবির সূত্রে জানা যায়, কমিটিতে থাকা ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে বিভাগে প্রথম স্থান নিয়ে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন।
মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত। প্রথম সেমিস্টারে তার ফল ৪.০০ এর মধ্যে ৪.০০ রয়েছে।
কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি-নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রম তদারকি করে থাকে।
তিনি আরও বলেন, আমাদের কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। ২৪-এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।
এর আগে ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
শেয়ার করুন

ঢাবি শিবির নেতা মাজহার অনার্সে গোল্ড মেডেলিস্ট, মাস্টার্সে ৪.০০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম। তিনি অনার্সে প্রথম স্থানসহ গোল্ড মেডেল অর্জন করেন। তাছাড়া, মাস্টার্স প্রথম সেমিস্টারে তিনি ফোর আউট অব ফোর পেয়েছেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই কমিটি প্রকাশ করা হয়।
শিবির সূত্রে জানা যায়, কমিটিতে থাকা ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে বিভাগে প্রথম স্থান নিয়ে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন।
মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত। প্রথম সেমিস্টারে তার ফল ৪.০০ এর মধ্যে ৪.০০ রয়েছে।
কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি-নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রম তদারকি করে থাকে।
তিনি আরও বলেন, আমাদের কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। ২৪-এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।
এর আগে ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।