০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা: প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক
  • সময় ১০:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 10

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহনের সাক্ষাৎ

চলতি বছরের শেষ নাগাদ (ডিসেম্বরে) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।”

তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও অর্থনীতির প্রশংসা করে বলেন, “জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই—একটি ভিন্ন ধরনের সম্পর্ক।”

এসময় জারাহ ব্রুহন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমি আপনার কাজের বড় ভক্ত।”

সাক্ষাৎকালে ব্রুহন অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

জারাহ ব্রুহন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।

শেয়ার করুন

ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা: প্রধান উপদেষ্টা

সময় ১০:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চলতি বছরের শেষ নাগাদ (ডিসেম্বরে) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।”

তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও অর্থনীতির প্রশংসা করে বলেন, “জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই—একটি ভিন্ন ধরনের সম্পর্ক।”

এসময় জারাহ ব্রুহন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমি আপনার কাজের বড় ভক্ত।”

সাক্ষাৎকালে ব্রুহন অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

জারাহ ব্রুহন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।