১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 37

লে. জেনা. (অব.)সাইফুল আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (বাধ্যতামূলক অবসর) সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাস এলাকায় বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়।

গত বছরের ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

এর আগে, ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ উদ্ধার

সময় ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (বাধ্যতামূলক অবসর) সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাস এলাকায় বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়।

গত বছরের ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

এর আগে, ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।