ট্রাম্পের অ্যাকশন শুরু ৫৩৮ অভিবাসী গ্রেপ্তার
- সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
- / 10
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে চলছে অভিযান। দেশটিতে এ পর্যন্ত ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে ফেরত পাঠানো হচ্ছে শত শত অভিবাসীকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের তাড়াতে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। এর ফলে ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে।
এক্স পোস্টে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ‘ট্রাম্প প্রশাসন বিভিন্ন অপরাধে জড়িত ৫৩৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে সামরিক উড়োজাহাজ দিয়ে ফেরত পাঠানো হয়েছে আরও শত শত ব্যক্তিকে। যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা রাখছেন।’
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এরমধ্যেই মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited