ট্রাফিকের মামলায় বড় পরিবর্তন
- সময় ০৪:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / 173
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে ঝিমিয়ে পরেছিল বাংলাদেশ পুলিশ এবং রাজধানী ঢাকার ট্রাফিক বিভাগগুলো। কিন্তু আবারো বড় পরিবর্তন নিয়ে স্বরূপে ফিরতে শুরু করেছে ট্রাফিক বিভাগ।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৫৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসময় ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ১ হাজার ৬৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
তিনি আরও জানান, অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।