ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৪:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 29

টেকনাফে আটক দুই মাদক কারিবারি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানকালে অন্য দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা৷

শেয়ার করুন

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সময় ০৪:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানকালে অন্য দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা৷