০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
মহাসড়ক অবরোধ, আহত এক

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 27

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে টিসিবির কার্ডের অংশ দাবি করেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে সকাল ১১টার দিকে মহাসড়কের ওপর রফিকুল ইসলামকে ঘিরে ধরে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা। খবর পেয়ে জুম্মার সমর্থকরাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রফিকুলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির একাংশ সড়ক অবরোধ করে।

স্থানীয়রা জানান, অবরোধের ফলে দুই পাশে এক কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন

মহাসড়ক অবরোধ, আহত এক

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে টিসিবির কার্ডের অংশ দাবি করেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে সকাল ১১টার দিকে মহাসড়কের ওপর রফিকুল ইসলামকে ঘিরে ধরে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা। খবর পেয়ে জুম্মার সমর্থকরাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রফিকুলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির একাংশ সড়ক অবরোধ করে।

স্থানীয়রা জানান, অবরোধের ফলে দুই পাশে এক কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।